Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিশেষ অর্জন

বিশেষ অর্জন

 

 

  1. রাজশাহী-ঢাকা আন্তঃনগর ট্রেন সার্ভিস চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে।
  2. দ্বারিয়াপুর হতে ২য় মহানন্দা সেতু হয়ে সুন্দরপুর ইউনিয়নের মরাপাগলা, মোল্লানগ্রাম, পদ্মা বেড়ীবাঁধ হয়ে শিবগঞ্জ-দুর্লভপুর পর্যন্ত রাস্তা নির্মাণ করা হয়েছে।
  3. উপজেলা ও ইউনিয়ন সড়কে বৃহৎ ব্রীজ নির্মাণ প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় মহানন্দা নদীর উপর নামোশংকরবাটি জিসি হতে ধুলাউড়ি জিসি সড়কে সাহেবের ঘাট নামক স্থানে ৫৪৬.৬০ মিটার দীর্ঘ গার্ডার ব্রীজ নির্মাণ করা হয়েছে।
  4. রহনপুর-পার্বতীপুর আড্ডা-সাপাহার রাস্তা পুনঃ নির্মাণ ও প্রশস্তকরণ করা হয়েছে।
  5. চাঁপাইনবাবগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ এবং কার্ডিয়াক ইউনিট স্থাপন করা হয়েছে।
  6. পদ্মা নদীর বাম তীর ভাঙ্গন হতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার আলাতুলী এলাকা রক্ষা প্রকল্প (দৈর্ঘ্য= ৭১২০.০০ মিটার। ব্যয়ঃ ২৮০১১.৮০ লক্ষ টাকায়) বাস্তবায়ন করা হয়েছে।
  7. চাঁপাইনবাবগঞ্জ জেলার তৃতীয় জিআই পণ্য হিসেবে খিরসাপাত আম নিবন্ধীকরণ করা হয়েছে।
  8. জেলা প্রশাসকের কার্যালয় থেকে আবেদনের দিনেই গ্রাহক পর্যায়ে RS খতিয়ান সরবরাহ করা হচ্ছে।
  9. জেলা প্রশাসকের কার্যালয়ে ICT LAB প্রতিষ্ঠিত হয়েছে।
  10. নতুন মহানন্দা সেতুর পাশে পর্যটন কেন্দ্র স্থাপনের কার্যক্রম চলমান।
  11. মহানন্দা নদীর উপর রাবার ড্যাম স্থাপন ও নদী খনন।
  12. কালেক্টরেট ইংলিশ স্কুল প্রতিষ্ঠা।