Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
রেকর্ডরুম শাখা
Details

রেকর্ড রুম শাখা জেলা প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ শাখা । রেকর্ডরুমে জমির খতিয়ান বহি, নকশা, পুরনো রেকর্ডপত্র, কেস নথি, ইত্যাদি সংরক্ষণ করা হয় । সেবা গ্রহীতাদের আবেদনের প্রেক্ষিতে উক্ত দলিলপত্রের নকল/কপি বিধি মোতাবেক সরবরাহ করা হয়।


Citizen Service

আবেদনকারী তার প্রয়োজনীয় রেকর্ডের জাবেদা নকল প্রাপ্তির জন্য  নিজে অথবা তার প্রতিনিধির মাধ্যমে  এ কার্যালয়ে স্থাপিত  জেলা –ই  সেবা  কেন্দ্রে আবেদন জমা দেন । আবেদনে  জেলা –ই  সেবা  কেন্দ্র কর্তৃক সরবরাহের  তারিখ  উল্লেখে আবেদনগুলি রেকর্ডরুমে প্রেরণ করা হয়ে থাকে। প্রাপ্ত আবেদনের মধ্যে ত্রুটিপূর্ন আবেদন বাতিল করা হয় এবং বৈধ আবেদনগুলি তারিখ মোতাবেক  চাহিত  রেকর্ডের জাবেদা নকল   প্রস্তুত করে তাহা  জেলা –ই  সেবা  কেন্দ্রে জমা দেওয়া হয় এবং  জেলা –ই সেবা  কেন্দ্র থেকে তাহা সরবরাহ  দেওয়া হয়ে থাকে।


Current Project

0


Duties

আবেদনকারী তার প্রয়োজনীয় রেকর্ডের জাবেদা নকল প্রাপ্তির জন্য  নিজে অথবা তার প্রতিনিধির মাধ্যমে  এ কার্যালয়ে স্থাপিত  জেলা –ই  সেবা  কেন্দ্রে আবেদন জমা দেন । আবেদনে  জেলা –ই  সেবা  কেন্দ্র কর্তৃক সরবরাহের  তারিখ  উল্লেখে আবেদনগুলি রেকর্ডরুমে প্রেরণ করা হয়ে থাকে। প্রাপ্ত আবেদনের মধ্যে ত্রুটিপূর্ন আবেদন বাতিল করা হয় এবং বৈধ আবেদনগুলি তারিখ মোতাবেক  চাহিত  রেকর্ডের জাবেদা নকল   প্রস্তুত করে তাহা  জেলা –ই  সেবা  কেন্দ্রে জমা দেওয়া হয় এবং  জেলা –ই সেবা  কেন্দ্র থেকে তাহা সরবরাহ  দেওয়া হয়ে থাকে।


Contact
রেকর্ডরুম শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জইমেইল-dcchapainawabganj@mopa.gov.bd
Others

0


Image
www.chapainawabganj.gov.bd/dcoffice_section/d4774d71_1ab2_11e7_8120_286ed488c766/E-sheba_0.jpg
Staffs
Acting Officer