ফাইল
ছবি
Publish Date
২০১৭-১২-২৮
Archive Date
২০১৮-০১-৩১
বিস্তারিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জেলা প্রশাসকের কার্যালয়
চাঁপাইনবাবগঞ্জ
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর গোপনীয় শাখা
www.chapainawabganj.gov.bd
স্মারক নং ০৫.৪৩.৭০০০.০০২.০২.০০৯.১৭-১১৯(৭০) তারিখঃ ২৬ /১২/২০১৭
বিষয়ঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১১-১৩ জানুয়ারি-২০১৮ তারিখে অনুষ্ঠিতব্য উন্নয়ন মেলা ২০১৮ তে স্টল বরাদ্দ।
সূত্রঃ ১। এ কার্যালয়ের স্মারক নং০৫.৪৩.৭০০০.০০৬.০৯.০৮১.১৭.৮৫৮(৮০) তারিখঃ ২৪.১২.২০১৭
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে আগামী ১১-১৩ জানুয়ারি ২০১৮ মেয়াদে চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য উন্নয়ন মেলা, ২০১৮ এর সুষ্ঠু ব্যবস্থাপনার উদ্দেশ্যে মেলায় স্টল সহ অংশগ্রহণের জন্য তাঁর অধিক্ষেত্রাধীন দপ্তর/সংস্থা/প্রতিষ্ঠান-কে এ সাথে সংযুক্ত নির্ধারিত ছকে আগামী ২৮.১২.২০১৭ তারিখের মধ্যে জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ বরাবর আবেদনপত্র জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো।
সংযুক্তি : বর্ণনামতে এক পাতা
স্বাক্ষরিত/-
(এরশাদ হোসেন খান)
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
চাঁপাইনবাবগঞ্জ
ফোনঃ ০৭৮১-৫২৫৮১ (অফিস)
--------------------------------------------
--------------------------------------------
চাঁপাইনবাবগঞ্জ
স্মারক নং ০৫.৪৩.৭০০০.০০২.০২.০০৯.১৭- তারিখঃ /১২/২০১৭
অনুলিপিঃ
১। জেলা প্রশাসকের গোপনীয় সহকারী, চাঁপাইনবাবগঞ্জ। জেলা প্রশাসক মহোদয়ের সদয় অবগতির জন্য।
স্বাক্ষরিত/-
(এরশাদ হোসেন খান)
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
চাঁপাইনবাবগঞ্জ
ফোনঃ ০৭৮১-৫২৫৮১ (অফিস)
উন্নয়ন মেলা ২০১8
(১১-১৩ জানুয়ারি ২০১8)
সার্বিক তত্ত্বাবধানে: জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ
স্থান: হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ মাঠ প্রাঙ্গন
বরাবর,
জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ
বিষয়: চাঁপাইনবাবগঞ্জ জেলায় উন্নয়ন মেলা ২০১8-তে অংশগ্রহণের জন্য স্টল বরাদ্দের আবেদন
মহোদয়,
উপর্যুক্ত বিষয়ে সদয় দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, আগামী ১১-১৩ জানুয়ারি ২০১8 মেয়াদে চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিতব্য উন্নয়ন মেলা ২০১8-তে আমার সংস্থা / প্রতিষ্ঠানের পক্ষ হতে স্টল বরাদ্দের জন্য নিম্নোক্ত ছকে প্রয়োজনীয় তথ্য সহ আবেদন করছি ।
সংস্থা / প্রতিষ্ঠানের নাম, ঠিকানা |
নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ |
স্টল এর মাপ |
স্টল এর সজ্জায় সংস্থা / প্রতিষ্ঠান হতে প্রদর্শিত বিষয়, উপকরণ এর তালিকা |
স্টল স্থাপনে অন্যান্য চাহিদা (যদি থাকে) / মন্তব্য |
|
|
|
|
|
বর্ণিত স্টল বরাদ্দ দেয়ার জন্য বিনীত অনুরোধ করছি ।
আপনার বিশ্বস্ত,
নাম:
পদবি:
দপ্তর/সংস্থা/প্রতিষ্ঠান:
ফোন/মোবাইল: