Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
রাজস্ব শাখা
বিস্তারিত

ভূমি সংক্রান্ত জেলা পর্যায়ের প্রধান শাখা  (জেলা প্রশাসকের কার্যালয়ের ৩য় তলার ৩০৪ নং রুমে অবস্থিত)


নাগরিক সেবা

ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্ত প্রদান

আশ্রয়ণ ও গুচ্ছগ্রামের মাধ্যমে গৃহহীনদের বাসস্থান নিশ্চিত করণ

বালুমহাল ইজারায় অংশ গ্রহণের নিমিত্তে তালিকাভুক্তির সনদ ইস্যু ও নবায়ন

২০ একরের ঊর্ধ্বে জলমহাল ইজারা

বালুমহাল ইজারা

আপিল মামলা পরিচালনা

ভূমি বিষয়ে সার্বিক সহযোগিতা

ভবিষ্য তহবিল হতে অগ্রিম অনুমোদন

শ্রান্তি ও বিনোদন ছুটি অনুমোদন

অর্জিত ছুটি অনুমোদন

পারিবারিক পেনশন অনুমোদন

চাকরি স্থায়ীকরণ

প্রসূতি ছুটি অনুমোদন


কার্যক্রম
  • ভূমি উন্নয়ন কর/সার্টিফিকেট/নামজারী/মিসমোকদ্দমাসহ ভূমি রাজস্ব সংক্রান্ত যাবতীয় বিবরণী প্রস্ত্তত ও প্রেরণ সংক্রান্ত।
  • দেবোত্তর/পীরোত্তর/ওয়াকফ এস্টেট সম্পর্কিত যাবতীয় কার্যাবলী। পরিত্যক্ত সম্পত্তি সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পাদন।
  • পরিত্যক্ত বাসা-বাড়ীর ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যাবলী।
  • সায়রাত মহলের যাবতীয় ব্যবস্থাপনা ও রেকর্ডপত্র সংরক্ষণ।
  • হাট-বাজার/জলমহাল/বালুমহাল সংক্রান্ত যাবতীয় কার্যক্রম।
  • বিবিধ মহাল সংক্রান্ত যাবতীয় কার্যাবলী।
  • সায়রাত মহাল সংক্রান্ত যাবতীয় রিপোর্ট রিটার্ন প্রেরণ।
  • আন্তর্জাতিক সীমানা পিলার, আরএস জরিপ সংক্রান্ত যাবতীয় কার্যাবলী
  • জরিপ সংক্রান্ত যাবতীয় আবেদন/অভিযোগ এর ব্যবস্থাপনা।
  • সকল উপজেলার কৃষি ও অকৃষিখাস জমিবন্দোবস্ত সংক্রান্ত যাবতীয় কার্যাবলী।
  • কৃষি অকৃষি খাস জমির মাসিক প্রতিবেদন ও মাসিক সভা সংক্রান্ত কার্যাবলী।
  • সরকারী খাস সম্পত্তি সংক্রান্ত যাবতীয় আবেদন/অভিযোগর ব্যবস্থাপনা
  • আবাসন/আশ্রয়ণ/আদর্শগ্রাম(গুচ্ছগ্রাম) প্রকল্পসংক্রান্তকার্যাবলী।
  • আবাসন/আশ্রয়ণ/আদর্শ গ্রাম মাসিক সভা সংক্রান্ত কার্যাবলী।
  • অর্পিত সম্পত্তি সংক্রান্ত প্রাপ্ত পত্রের আলোকে কার্যক্রম গ্রহণ, বাজেট বরাদ্দ ও বিলসংক্রান্ত কার্যক্রম।
  • অর্পিত সম্পত্তি ইজারা ব্যবস্থাপনা, পুকুর ইজারা ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যাবলী।
  • পরিত্যক্ত সম্পত্তি আবাসিক বানিজ্যিক প্রতিষ্ঠানসমূহের সম্পত্তির ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যাবলী।
  • অর্পিত সম্পত্তি সংক্রান্ত আবেদন/অভিযোগের ব্যবস্থাপনা। 
  • অর্পিত জমি সংক্রান্ত যাবতীয় রিপোর্ট রিটার্ণ।
  • অর্পিত সম্পত্তির বিষয়ে জেলা জজ আদালতে/হাইকোর্ট বিভাগে/কমিশনার আদালতে/ভূমি আপীল বোর্ডে দায়েরকৃত  মামলা ব্যবস্থাপনা ও তদারকি।
  • অর্পিতসম্পত্তিরসকলপ্রকারগেজেট/সার্কুলার/রেকর্ডপত্রসংরক্ষণ। 
  • অর্পিত সম্পত্তি সেলের গঠিত অবমুক্ত বিষয়ে জেলা কমিটির সকল প্রকার কার্যক্রম গ্রহণ/পেশকারী দায়িত্ব পালন যথা সভা, শুনানীসহ রেজুলেশন প্রস্ত্ততকরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম। 
  • অর্পিত সম্পত্তির সভার বাস্তবায়ন সংক্রান্ত কার্যক্রম।
  • অর্পিত সম্পত্তি অবমুক্ত বিষয়ে ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলার আরজি, সমন, নোটিশ, নথি ইত্যাদি কার্যক্রম গ্রহণ।
  • ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলার আপত্তি/জবাব দাখিল সংক্রান্ত যাবতীয় কার্যক্রমসহ আদালতে মামলা তদারকি।
  • উপজেলা অবমুক্ত সংক্রান্ত জেলা কমিটির আবেদনগ্রহণ এবং রেজিস্টার লিপিবদ্ধকরণসহ এ সংক্রান্ত কার্যক্রম। উপজেলার আবেদন, নথিরসার্টিফাইড/ জাবেদা নকল সংক্রান্ত যাবতীয় কার্যক্রম।

যোগাযোগ

রাজস্ব শাখা, 

জেলা প্রশাসকের কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ 

মোবাইল- 01318320106, 01318320136 

ই-মেইল-chapairevenue2018@gmail.com


অন্যান্য

মাঠ প্রশাসনের কার্যক্রম তদারকি। নিয়মিত মাসিক রাজস্ব সভার আয়োজন


ছবি
6297059aa6d64274284197.jpg
ভারপ্রাপ্ত কর্মকর্তা