আগ্নেয়াস্ত্র লাইসেন্স সংক্রান্ত জিজ্ঞাসা
ক্রমিক নং | প্রশ্ন | উত্তর |
০১ | আগ্নেয়াস্ত্র লাইসেন্সের আবেদন ফরম কোথায় পাওয়া যায়? | জেলা প্রশাসকের কার্যালয়ের জে. এম শাখায় পাওয়া যায়। |
০২ | আগ্নেয়াস্ত্র লাইসেন্স পাওয়ার পদ্ধতি কী? | একনালা/দুইনালা বন্দুক/রাইফেল লাইসেন্সের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার পর ডিএসবি শাখার সন্তোষজনক মতামত প্রাপ্তি সাপেক্ষে জেলা প্রশাসক কর্তৃক লাইসেন্স প্রদান করা হয় । |
পিস্তল/রিভলবার লাইসেন্সের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করলে ডিএসবি শাখার সন্তোষজনক মতামত প্রাপ্তির পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে লাইসেন্স প্রদান প্রদান করা হয় ।
| ||
০৩ | বয়স ? | আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রাপ্তির জন্য আবেদনকারীর বয়স ন্যূনতম ৩০ বছর (প্রযোজ্য ক্ষেত্র ব্যতীত) |
০৪ | কি কি কাগজপত্র আবশ্যক ? | পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত ০৩ কপি, ব্যাংক সলভেন্সী, জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, আয়কর সার্টিফিকেট, প্রযোজ্য ক্ষেত্রে ওয়ারিশান সার্টিফিকেট, ব্যবসায়িক ট্রেড লাইসেন্স, ২৫০/-টাকা মূল্যের স্ট্যাম্পে হলফ নামা দাখিল করতে হবে।
|
০৫ | আগ্নেয়াস্ত্র লাইসেন্স ফি কত? | একনালা/দুইনালা বন্দুক ও শর্টগান লাইসেন্সের ক্ষেত্রে ফি-১৫০০/-টাকা। রাইফেল লাইসেন্সের ক্ষেত্রে ফি-২০০০/-টাকা। পিস্তল/রিভলবার লাইসেন্সের ক্ষেত্রে ফি-৫০০০/-টাকা।
|
০৬ | কখন নবায়ন করতে হয় ? | সাধারণত প্রতিবছর ডিসেম্বর মাসে নবায়ন করতে হয়। বিশেষ বিশেষ ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট বিশেষ ক্ষমতায় নবায়নের সময়সীমা পরবর্তী বছরের জানুয়ারী মাস পর্যন্ত বৃদ্ধি করে থাকেন।
|
০৭ | নবায়ন ফি কত ? | একনালা/দুইনালা বন্দুক/রাইফেল/শটগান লাইসেন্সের ক্ষেত্রে ফি-১০০০/-টাকা। পিস্তল/রিভলবার লাইসেন্সের ক্ষেত্রে ফি-৩০০০/-টাকা। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস