Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আপনার জিজ্ঞাসা

আগ্নেয়াস্ত্র লাইসেন্স সংক্রান্ত জিজ্ঞাসা

 

ক্রমিক নং

প্রশ্ন

উত্তর

০১

আগ্নেয়াস্ত্র লাইসেন্সের আবেদন ফরম কোথায় পাওয়া যায়?

জেলা প্রশাসকের কার্যালয়ের জে. এম শাখায় পাওয়া যায়।

০২

আগ্নেয়াস্ত্র লাইসেন্স পাওয়ার পদ্ধতি কী?

একনালা/দুইনালা বন্দুক/রাইফেল লাইসেন্সের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার পর ডিএসবি শাখার সন্তোষজনক মতামত প্রাপ্তি সাপেক্ষে জেলা প্রশাসক কর্তৃক লাইসেন্স প্রদান করা হয় ।

পিস্তল/রিভলবার লাইসেন্সের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করলে ডিএসবি শাখার সন্তোষজনক মতামত প্রাপ্তির পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে লাইসেন্স প্রদান  প্রদান করা হয় ।

 

০৩

বয়স ?

আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রাপ্তির জন্য আবেদনকারীর বয়স ন্যূনতম ৩০ বছর

(প্রযোজ্য ক্ষেত্র ব্যতীত)

০৪

কি কি কাগজপত্র আবশ্যক ?

পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত ০৩ কপি, ব্যাংক সলভেন্সী, জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, আয়কর সার্টিফিকেট, প্রযোজ্য ক্ষেত্রে ওয়ারিশান সার্টিফিকেট, ব্যবসায়িক ট্রেড লাইসেন্স, ২৫০/-টাকা মূল্যের স্ট্যাম্পে হলফ নামা দাখিল করতে হবে।

 

০৫

আগ্নেয়াস্ত্র লাইসেন্স ফি কত?

একনালা/দুইনালা বন্দুক ও শর্টগান লাইসেন্সের ক্ষেত্রে ফি-১৫০০/-টাকা।

রাইফেল লাইসেন্সের ক্ষেত্রে ফি-২০০০/-টাকা।

পিস্তল/রিভলবার লাইসেন্সের ক্ষেত্রে ফি-৫০০০/-টাকা।

 

০৬

কখন নবায়ন করতে হয় ?

সাধারণত প্রতিবছর ডিসেম্বর মাসে নবায়ন করতে হয়। বিশেষ বিশেষ ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট বিশেষ ক্ষমতায় নবায়নের সময়সীমা পরবর্তী বছরের জানুয়ারী মাস পর্যন্ত বৃদ্ধি করে থাকেন।

 

০৭

নবায়ন ফি কত ?

একনালা/দুইনালা বন্দুক/রাইফেল/শটগান লাইসেন্সের ক্ষেত্রে ফি-১০০০/-টাকা।

পিস্তল/রিভলবার লাইসেন্সের ক্ষেত্রে ফি-৩০০০/-টাকা।