Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সার্কিট হাউস

চাঁপাইনবাবগঞ্জ মহকুমা ১৯৮৪ সালে জেলায় উন্নীত হবার পর এর কার্যপরিধি বৃদ্ধির ফলে বিভিন্ন উন্নয়নমূলক ও প্রশাসনিক কাজ পরিদর্শনে আগত কর্মকর্তা ও ভিআইপিদের অবস্থান সংকটের প্রেক্ষাপটে হুজরাপুর মৌজায় কালেক্টরেট সংলগ্ন আম্রকানন বেষ্টিত তৃতীয় তলা সার্কিট হাউজ শহরের প্রাণকেন্দ্রে প্রায় ২ একর জমির উপর অবস্থিত। এ সার্কিট হাউজের ভবনের কাজ ০৭-১০-১৯৮৭  খ্রি: তারিখে শুরু হয়ে ১০-০৮-১৯৯০ খ্রি: তারিখে সমাপ্ত হয়। সার্কিট হাউজ প্রথমে দ্বিতলবিশিষ্ট ভবন ছিল। পরবর্তীতে এটি ৩য় তলায় সম্প্রসারিত করা হয়। এতে ৪২ জনের সভা করার জন্য শীতাতপ নিয়ন্ত্রণ সুবিধা সম্বলিত ১টি সভাকক্ষ ও ১টি ডাইনিং রুমসহ শীতাতপ নিয়ন্ত্রিত ০১ শয্যা বিশিষ্ট ০৪টি ভিআইপি কক্ষ এবং ০২ শয্যা বিশিষ্ট ৮টি সাধারণ কক্ষ এবং ২টি অভ্যার্থনা কক্ষ রয়েছে।

 

দ্বিতীয় তলায় অবস্থিত কক্ষগুলির নাম:

ভিআইপি-১ (পদ্মা), ভিআইপি-২ (মহানন্দা), অভ্যর্থনা কক্ষ- (নবাব পচ্ছন্দ), কক্ষ-৩ (মল্লিকা), কক্ষ-৪ (হিমসাগর), কক্ষ-৫ (সূর্যপুরী) ও কক্ষ-৬ (ফজলি)

তৃতীয় তলায় অবস্থিত কক্ষগুলির নাম: ভিআইপি-১ (পূর্নভবা), ভিআইপি-২ (গৌড়জিত), অভ্যর্থনা কক্ষ- (বৈশাখী), কক্ষ-৩ (কহিতুর), কক্ষ-৪ (বৌভুলানী), কক্ষ-৫ (নীলেশ্বরী) ও কক্ষ-৬ (লাভ-ই-মশগুল)

 

অভ্যর্থনা কক্ষ-সামার বেহেস্ত ও খাবার ঘর- রানী পছন্দ

 

 জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৭ এপ্রিল ২০১২ খ্রি. তারিখের ০৫.০০.০০০০.১১৫.১৬.০১০.১২-২৯১(৬৪) সংখ্যক

স্মারকাদেশ মোতাবেক চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউজের রুম ভাড়ার তালিকা নিম্নরুপ:

ক্রমিক নং

যাদের জন্য প্রযোজ্য

অবস্থান কাল

দৈনিক ভাড়ার হার (দুপুর ১২.০০টা হতে পরদিন সকাল ১১.৫৯ পর্যন্ত)

১ শয্যা বিশিষ্ট
কক্ষ (এসি)

২ শয্যা বিশিষ্ট
কক্ষ (এসি)

০১.

সরকারি/ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা

১ - ৩
দিন পর্যন্ত

৭০/- টাকা

১৩০/- টাকা

৪ - ৭
দিন পর্যন্ত

৯০/- টাকা

১৮০/- টাকা

৭ দিনের
উর্ধ্বে

৩০০/- টাকা

৫০০/- টাকা

০২.

সংবিধিবদ্ধ সংস্থা/ সেক্টর কর্পোরেশন/ স্বয়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা

১ - ৩
দিন পর্যন্ত

৯০/- টাকা

১৬০/- টাকা

৪ - ৭
দিন পর্যন্ত

১৩০/- টাকা

২৪০/- টাকা

৭ দিনের উর্ধ্বে

২৫০/- টাকা

৬৪০/- টাকা

০৩.

বেসরকারি ব্যক্তিবর্গ/ কর্মকর্তা

থাকার সময় নির্বিশেষে

৭০০/- টাকা

১,৪০০/- টাকা

 

 

 

 

রুম নং ও নাম

ভিআইপি/ ননভিআইপি

এসি/নন এসি

রুমে আসবাবপত্র

রুমের অন্যান্য সুবিধা

 
 

১, পদ্মা

ভিআইপি

এসি

বক্সখাট, সোফা, টিভি, আলমিরা, চেয়ার

রুম হিটার, ঘড়ি

 

২, মহানন্দা

-ঐ-

এসি

সিংগেল বক্সখাট, সোফা,আলমিরা, চেয়ার, ড্রেসিং টেবিল

চার্জার, ঘড়ি

 

৩, মল্লিকা

-ঐ-

এসি

-ঐ-

-ঐ-

 

৪, হিমসাগর

-ঐ-

এসি

-ঐ-

-ঐ-

 

৫, আম্রপলি

-ঐ-

এসি

-ঐ-

-ঐ-

 

৬, ফজলী

ননভিআইপি

ননএসি

-ঐ-

-ঐ-

 

৭, অভ্যর্থনা কক্ষ

-

-ঐ-

সোফাসেট

-

 

৮, সম্মেলন কক্ষ

-

এসি

চেয়ার ও টেবিল

-

 

৯, খাবার রুম

-

-

খাবার টেবিল, চেয়ার

টেলিফোন, ঘড়ি

 

 

 

অন্যান্য সুবিধাঃ

(ক) ভি আই পি কক্ষের জন্য প্রয়োজনীয় স্যাটেলাইট সুবিধাসহ টেলিভিশন ।

(খ) সরকারি ক্ষেত্রে প্রয়োজনীয় আনুষঙ্গিক সুবিধা ।

(গ) অর্ডার অনুযায়ী বিল পরিশোধ সাপেক্ষে খাবার সরবরাহের ব্যবস্থা ।

 

 

পটভুমিঃ সর্বপ্রথম ১৯৫৪ সালে সার্কিট হাউস কটেজ নির্মাণ করা হয় । পরবর্তীতে ২৪ জানুয়ারি ২০০৫ খ্রিঃ (১১ মাঘ ১৪০৯ বঙ্গাব্দ ) ভি ভি আই পি সার্কিট হাউসের ভিত্তি প্রস্তর স্থাপনের পর এবং ৩ সেপ্টেম্বর ২০০৮খ্রিঃ ( ১৯ ভাদ্র ১৪১২ বঙ্গাব্দ) তারিখে ভি ভি আই পি সার্কিট হাউজ এর শুভ উদ্বোধন করা হয় । সিলেট শহরের মাঝ দিয়ে প্রবাহিত সুরমা নদীর উত্তর তীরে, বিখ্যাত ক্বীন ব্রীজের ডান পার্শ্বে সুন্দর ও মনোরম পরিবেশে ১.৮৭ একর জায়গার উপর ২ টি সুরম্য ভবন নিয়ে সিলেট সার্কিট হাউজ অবস্থিত ।

 

যোগাযোগ ব্যবস্থাঃ সড়ক, নৌ, রেলপথ এবং আকাশ পথ ।

আবাসন সুবিধাঃ সিলেট সার্কিট হাউজ দু’টি ভবন নিয়ে গঠিত । একটি নতুন ভবন এবং অন্যটি পুরাতন ভবন নামে পরিচিত ।

 

নতুন ভবনঃ ভি ভি আই পি সার্কিট হাউজ ভবন

মোট কক্ষ সংখ্যাঃ ১৩ টি ।

(ক) ভি ভি আই পি স্যুট- ০৩ টি ( এ সি)

১। ভি ভি আই পি স্যুট কক্ষ নং- ২০১, ৩০১, ৩০২

(খ) ভি ভি আই পি এসোসিয়েট কক্ষ - ০১ টি ( এ সি) কক্ষ নং- ২০৪

(গ) ভি ভি আই পি ডাইনিং রুম -০১ টি ( এ সি) কক্ষ নং- ২০৩

(ঘ) ভি আই পি কক্ষ - ০৮ টি ( এ সি) ডাবল বেড-৩ টি, সিঙ্গেল বেড- ৫ টি ।

১। ভি আই পি কক্ষ নং- ২০৫, ২০৬, ২০৭ , ২০৮

২। ভি আই পি কক্ষ নং- ৩০৫, ৩০৬, ৩০৭, ৩০৮

(ঙ) কেন্দ্রীয় কনফারেন্স রুম - ০১ টি ( এ সি) ধারণ ক্ষমতাঃ সর্বোচ্চ ৯০ জন ।

(চ) মিনি কনফারেন্স রুম - ০২ টি ( এ সি) প্রতিটির ধারণ ক্ষমতাঃ ২০ জন ।

(ছ) কেন্দ্রীয় ডাইনিং রুম - ০১ টি ( এ সি) ।

· প্রতিটি কক্ষে টি ভি দেখার সুবিধা রয়েছে ।

· উন্নত মানের ব্যাক-আপ জেনারেটর সুবিধা রয়েছে ।

· কম্পিউটার সুবিধা নেই ।

· ইন্টারনেট কানেকশন নেই ।

· ইনডোর আউটডোর সুবিধা নেই তবে ফুট ওয়াক করার মত সুবিধা রয়েছে ।

পুরাতন ভবনঃ

মোট কক্ষ সংখ্যা -১৯ টি

(ক) ভি আই পি কক্ষ - ০৪ টি ( এ সি )। ডাবল বেড-০২ টি, সিঙ্গেল বেড- ০২ টি। নাম-সুরমা, কুশিয়ারা, সারি, পিয়াইন ।

(খ) ষ্টোর রুম-০১ টি । কক্ষ নং- ১০৪

(গ) ডাবল বেড নন এ সি- ১৪ টি । কক্ষ নং- ১০১, ১০২, ১০৩, ১০৫, ১০৬, ১০৭, ২০১, ২০২, ২০৩, ২০৪, ৩০৩, ৩০৪, ৩০৫, ৩০৬ ।

 

 

অন্যান্য সুবিধাঃ

(ক) ভি আই পি কক্ষের জন্য প্রয়োজনীয় স্যাটেলাইট সুবিধাসহ টেলিভিশন ।

(খ) সরকারি ক্ষেত্রে প্রয়োজনীয় আনুষঙ্গিক সুবিধা ।

(গ) অর্ডার অনুযায়ী বিল পরিশোধ সাপেক্ষে খাবার সরবরাহের ব্যবস্থা ।