জেলা পরিষদ, চাঁপাই নবাবগঞ্জ একটি জনকল্যাণমূখী স্থানীয় সরকার প্রতিষ্ঠান। পূর্বে জেলা পরিষদ আকাঠামো উন্নয়ন, চ্যারিটেবল ডিসপেনসারী পরিচালনার মাধ্যমে চিকিৎসা সেবা, পশু চিকিৎসা ব্যবস্থা, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা বৃত্তি, আয় বর্ধক কর্মসূচী ইত্যাদি সেবা প্রদান করা হত। বর্তমানে প্রশাসনিক পুনর্বিন্যাস এবং বিভিন্ন ক্ষেত্রে সরকারীভাবে পৃথক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গড়ে তোলায জেলা পরিষদের কাজ সুনির্দিষ্ট করা হয়েছে। আইন ও সুনির্দিষ্ট নীতিমালা দ্বারা জেলা পরিষদের সকল কার্যক্রম পরিচালিত হয়। নিজস্ব আয় থেকে জনকল্যাণমূখী মানব সম্পদ উন্নয়ণ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচী, আয়-বর্ধক কর্মসূচী, দারিদ্র বিমোচন, কর্মসংশান সৃষ্টি, সামাজিক কর্মকান্ডের পৃষ্ঠপোশকতা প্রদান, সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ এবং সরকারের অগ্রাধিকার নীতি বাস্তবায়ণের লক্ষ্যে ব্যাপক কর্মসূচী গ্রহণ করতে হয়। এ বিপুল ব্যয় ভার বহন করতে জেলা পরিষদের নিজস্ব সম্পদ হতে আয় বাড়ানোর অন্যতম উদ্যোগ্যকে গুরুত্ব দিতে হয় বেশী। আয় ও ব্যয় উভয় ক্ষেত্রে সরকারী নীতিমালা অনুসরণ এবং স্বচ্ছতা নিশ্চিত করা হয়। প্রযোজ্য সকল বিষয় জেলা পরিষদ উন্নয়ন সমন্বয় সভায় অবহিত করে প্রতিপালন করা হয়। শুধু সরকারী নির্দেশনা প্রতিপালনের জন্য এ ওয়েব সাইট চালু করা হয়েছে, জেলা পরিষদের কাজে জনগণের অংশগ্রহন এবং জনগনের সুবিধাপ্রাপ্তি সহজিকরণ, কাজের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা অন্যতম লক্ষ্য। সীমিত পরিসরে চালু হলেও এর হালনাগাদকরণ অব্যাহত রাখা হয়েছে। আমরা সরকারের ২০২১ সালের রূপকল্প বাস্তবায়নে বদ্ধ পরিকর এবং এ ব্যাপারে পরামর্শ গ্রহনে আগ্রহী।